আর্থিং কাকে বলে এবং কিভাবে আর্থিং করবেন ?

আর্থিং কাকে বলে

কিভাবে আর্থিং করবেন,তা জেনে নিন ।








কোন তার, তারের আবরণ, কলকজ্জা কিংবা আসবাবপত্রের বাইরের খােল প্রভৃতির

সঙ্গে মাটির বৈদ্যুতিক সংযােগ স্থাপন করাকে “্আর্থ” করা (earthing) বলে।

কণ্ডইট, লেড-কভার্ড ওয়্যারিংয়ের আবরণ, ধাতুর নলের উপরে বসানাে টেবিল-ৰাতি,

ইস্তিরী, হীটার প্রভূতি আসব, আর জেনারেটার, মােটর প্রভৃতি মেশিনকে ভাল করে

আর্থ” করতে হবে।



 “আর্থ করা মানে কেবলই মাটির সঙ্গে তারকে ঠেকানাে

কিংবা কোন রকমে মাটির ভিতর তারটা একটু পতে দেওয়াই নয়। “আর্থ করা

বলতে ইলেকট্রিক সারকিটকে মাটির সঙ্গে এমনভাবে সংযােগ করা যা নিয়ত ভিজে

থাকে, আর কারেন্ট লীক করলে যাতে সেই কারেন্ট কোন বিপদ না ঘটিয়ে

অনায়াসে মাটিতে চলে যেতে পারে, তেমনভাবে মাটিতে পােতা। ভারতীয় বৈদ্যুতিক

আইন অনুযায়ী অর্থ করা বা আর্থের সঙ্গে সংযুক্ত করা বলতে বােঝায় ভূ-পৃষ্ঠের

মাটির সঙ্গে এমনভাবে সংযুক্ত করা যাতে নিশ্চিত হওয়া যায় যে, কোন বিপদ না

ঘটিয়ে তড়িৎ-শক্তি সব সময় মাটিতে সঙ্গে সঙ্গে প্রবেশ করতে পারবে।

নিকটে জলের পাইপ অথবা লােহার কড়ি প্রভৃতি

কোন ধাতুর জিনিস বেশি মাটির নিচে পর্যন্ত পােতা থাকলে তাদের সঙ্গে ইলেকট্রিক

সারকিটের কানেকশন করে অথ করা চলতে পারে। কিন্তু সাধারণতঃ বাড়ির

ওয়্যারিং, আর বিশেষ করে মেশিনের ফ্রেম, যন্ত্রপাতির বহিরাবরণ প্রভৃতি আথ

করতে হলে আলাদা “আর্থ” করাই উচিত। আবার ১২৫ ভােল্টের বেশি তড়িৎ-

চাপের মেশিন আর্থ করতে হলে, নিয়ম আছে, প্রত্যেক মেশিনের জন্য দুটি

পখক জায়গায় সম্পূর্ণ পৃথকভাবে আথ করতে হবে। [ ৬১ (১) নং ভারতীয়

বিদ্যুৎ আইন।]







যেখানে শুধু ২৩০-ভােল্টের সাপ্লাই আসে, সেখানে যদি সাপ্লাই কোম্পানীর রাখা

আথ টামিন্যাল থাকে, তবে তার সঙ্গে সংযােগ করা চলবে। নইলে একটি পৃথক

আর্থ করতে হবে। কিন্তু যেখানে এ. সি. থী-ফেজ সাপ্লাই বাড়িতে ঢুকবে,

সেখানে বাড়িওয়ালা একদফা সাপ্লাই কোম্পানীর আর্থ টামিন্যালের সঙ্গে সংযােগ

করে নিজের ওয়্যারিংকে আর্থ করবেন। তাছাড়া, নিজে সম্পূর্ণ আলাদা আর একটি

আর্থ করার ব্যবস্থা করে তারও সঙ্গে বাড়ির ওয়্যারিং আর্থ করবেন।


1 comment:

please don't avoid to do the comments.

Powered by Blogger.