ওয়্যারলেস টাওয়ার বসানোর জন্য সার্ভিং ( পর্ব-১)

ওয়্যারলেস টাওয়ার বসানোর জন্য সার্ভিং ( পর্ব-১)

আমার লাইফের টেলিকমিউনিকেশন রিলেটেড কাজ গুলোর মধ্যে সবচেয়ে আনন্দ দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা ফায়ার সার্ভিস গুলোতে  ওয়্যারলেস টাওয়ার বসানোর জন্য সার্ভিং।
এছাড়া  ও আমি অনেক কাজ করেছি সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রোটিক রাউটার কনফিগারেশন নিয়ে  বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা গুলোতে । কিন্তা ওয়্যারলেস টাওয়ার বসানোর জন্য সার্ভিং এই কাজটি ছিল আমার জন্য সত্যি অসাধারণ । 

এই কাজটি করার জন্য কমিউনিকেশন সিস্টেম লিমিটেড (CSL) কোম্পানি আমাকে সল্পমেয়াদি  প্রশিক্ষণ দিয়েছিলেন ।
প্রথমত আমি এই কাজটি করে নতুন অনেক কিছু শিখতে পেরেছি । দ্বিতীয়ত বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৪০ টি জেলাই সুন্দর ও সাচ্ছন্দে ঘুরতে পেরেছি।  

বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা ফায়ার সার্ভিস গুলোতে  ওয়্যারলেস টাওয়ার বসানোর জন্য সার্ভিং কাজটি করতে আমার সম্পুর্ণ তিনমাস সময় লেগেছিল । 
কিভাবে আপনি একটি টাওয়ার বসাবেন( গ্রীণ ফিল্ড , বিল্ডিং) এর উপর  ।  এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো  অন্য আর একটি পর্বতে । আজ  এই পয্ন্ত-ই সবাই ভাল থাকবেন সুস্ত থাকবেন ।

এর মাধ্যমে সবাইকে  একটি মেসেজ দিতে চাই
বর্তমানে আমরা বাসাবাড়ি , অফিস, কোম্পানি ,কমার্শিয়াল বা রেসিডেনশিয়াল এরিয়াগুলোতে

১ । সিসিটিভি ক্যামেরা
২। মাইক্রোটিক রাউটার কনফিগারেশন
৩। কাঠের দরজার লক
৪। গ্লাস ডোর লক 
৫। ইলেকট্রিক পাওয়ার বোর্ড (SDB,DB) 
৬। পাওয়ার  কন্ট্রোলিং
নিয়ে কাজ করছি
 
বি:দ্র:-  আপনারা যদি আপনাদের বাসাবাড়ি , অফিস, কোম্পানি ,কমার্শিয়াল বা রেসিডেনশিয়া Space   সিসিটিভি ক্যামেরা বসাতে চান , তাহলে আমাদের মাধ্যমে কাজ করাতে পারেন । আমরা আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং যাব (ইনশাআল্লা) । 

বিস্তারিত জানতে ফোন করোন

MD ABDUL JABBAR
Project Engineer ( NTS Company)
01721684360

No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.