ছাত্র জীবেনর পাশাপাশি আপনি কি করেবন?

ছাত্র জীবেনর পাশাপাশি আপনি কি করেবন?

Employ Life 












আপনি একজন ছাত্র আপনার টাকা প্রয়োজন । এখন কি করা প্রয়োজন আপনার , কোন কাজটা বেছে নিবেন আপনি (ফ্রিল্যান্সিং, কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, ওয়েব ডিজাইনার হিসেবে , ডিজিটাল মার্কেটিং, নাকি অন্য কিছু ) আমি আপনাদের বলে দিচ্ছি কার কি করা প্রয়োজন ।
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এবং ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে রাতভর কাজ করতে হবে । অন্যতাই গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার হওয়া সম্ভব নয় । আপনি যদি একজন ভালো ফ্রিল্যান্সার হতে চান আপনাকে মিনিমাম 3-4 বছর কাজ করতে হবে । মনে রাখবেন আপনি যদি পড়ালেখার পাশাপাশি কিছু করতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজাইন এর উপর কাজ করতে পারেন । আর যদি বলেন আমি স্টাডি করে ভালো কিছু করতে চাই তাহলে এসব না করাই ভালো । কারন আপনি মনে রাখবেন ফ্রিল্যান্সিং করলে ভালো ভাবে পড়ালেখা করা যাই না । কারন ফ্রিল্যান্সিং একটি পেশা ,তাই যা করবেন নিজে বুঝে শুনেই করবেন। কিন্তু আপনি যদি বলেন না আমি ভালো ফ্রিল্যান্সার ও হতে চাই এবং ভালো ভাবে স্টাডি করে ভালো একটা জব পেতে চাই । তাহলে আমার মতে আপনি দুটাই হারাবেন। একটা কথা আছেনা দুইদিক খেতে চাইলে দুইদিক ওই হারাতে হয় । আর ডিজিটাল মার্কেটিং (ওটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না আমার মতে ) কারন দিন রাতভর কাজ করবেন বাট ফলাফল শূন্য ।
(বাংলাদেশে )
খুব কম লোকই আছে ডিজিটাল মার্কেটিং করে সফলতা অর্জন করে
ছে l
→ ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও শিয়ার করবেন । 

written by : Md Abdul Jabbar 

No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.