মানুষের হাতে পাঁচটি করে আঙ্গুল।
পাঁচটি আঙ্গুলের পাঁচটি নাম। প্রথম বৃদ্ধাঙ্গুলটিকে বুড়ো আঙ্গুল বলে। ইংরেজিতে বলে থাম্ব।তর্জনি হচ্ছে দুই নম্বর আঙ্গুল । এই আঙ্গুলকে ইংরেজিতে ইনডেক্স ফিঙ্গার পয়েন্টার ফিঙ্গারও বলে। আরো বলে ফোরফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার। সাধারনত ব্যবহার করা হয় কিছু নির্দেশ করতে। পরের আঙ্গুলটার নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা। এটি পাঁচ আঙ্গুলের মধ্যে তিন নম্বর, মানে মাঝের আঙ্গুল। চার নম্বর আঙ্গুলটিকে নামহীন ও অনেকে বলে। আমরা এখনো সেই নামেই ডাকি, অনামিকা। ‘অনামিকা’ শব্দটি সংস্কৃত শব্দ, অর্থ- নামহীন। যার ইংরেজি নাম রিং ফিঙ্গার। পশ্চিমের দেশগুলোতে আগে মনে করা হতো, আঙ্গুলটির সাথে হৃদয়ের সরাসরি যোগ আছে। আর তাই, তারা বিয়ে করার পর বিয়ের আংটি এই আঙ্গুলে পরতো। এখন সেই রীতি সারা বিশ্বে প্রচলিত হয়ে পড়েছে। একে এখনো রিং ফিঙ্গার বলা হয়। আর পাঁচ নম্বর আঙ্গুলটি, মানে হাতের একদম ছোট্ট আঙ্গুলটির নাম কনিষ্ঠা। ইংরেজিতেও নামটি লিটল ফিঙ্গার। অনেকে একে পিংকি ফিঙ্গারও বলেন। কারো কারো হাত বা পায়ে পাঁচটির অতিরিক্ত আঙুল থাকে। বিজ্ঞান এর ভাষায় এই বাড়তি আঙ্গুলটিকে বলে পলিডেকটাইল। পলিডেকটাইল একটি জেনেটিক ডিজিজ। অর্থাৎ বাবা বা মায়ের পলিডেকটাইল থাকলে সন্তানের অবশ্যই হবে। মানব কোষে অবস্থিত জিন এর যদি মিউটেশন ঘটে, অর্থাৎ জিন যেভাবে সজ্জিত আছে তা যদি কোনভাবে বদলে যায় তখন এটি ঘটে।
No comments
please don't avoid to do the comments.