মাইক্রোসফট ওয়ার্ড এর খুঁটিনাটি (পর্ব 1)

 মাইক্রোসফট ওয়ার্ড এর খুঁটিনাটি (পর্ব 1)


মাইক্রোসফট ওয়ার্ড কি?
উত্তর :মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এর সাহায্যে দলিল, প্রশ্ন চিঠিপত্র টাইপ করা ,ছাড়াও প্রিন্ট দেওয়া ,ছোটখাট ডিজাইন করা ,বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয় অত সহজে প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছেন । এটি interface খুবই সহজ হওয়ার কারণে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটার লেখালেখি কাজ সম্পাদন সংরক্ষণ করতে পারেন

মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্যে আমরা যা যা করতে পারি ।
১. ডিজাইন করা
2 দলিল প্রশ্ন চিঠিপত্র টাইপ করা প্রিন্ট করা 
৩. তিন টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা
৪.ব্যক্তিগত নোট তৈরি করা ইত্যাদি

How to open Microsoft Word ?

Answer :- Start> all programs >microsoft-office >Microsoft Office Word 2007 2008 2010 ETC

মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন অংশের নাম।




মাইক্রোসফট ওয়ার্ড এর প্রথম পর্ব আজকে এই পর্যন্তই শীঘ্রই আসবে দ্বিতীয় পর্ব। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ফুল সিরিজ কে ফলো করতে পারেন তাতে আশাকরি অনেক কিছু শিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড এর খুঁটিনাটি পর্ব 1 ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দয়া করে কমেন্ট এবং শেয়ার করতে কখনো কিপটামি করবেন না

No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.