ইনফ্রারেড কি ? সুবিধা ও অসুবি


#. ইনফ্রারেড কি ? সুবিধা ও অসুবিধা ।


ইনফ্রারেডঃ ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফিকুয়েন্সিকে বলে ইনফ্রারেড। অথবা যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা  মাইক্রোমিটার থেকে  মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদেরকে বলা হয় ইনফ্রারেড ওয়েব বা অবলোহিত বিকিরণ রশ্মি। খুবই নিকটবর্তী দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগে ব্যবহিত হয়।


ইনফ্রারেড প্রযুক্তির ব্যবহার-
১। রেডিওটিভিএসি ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেমে।
২। কম্পিউটারের তারবিহীন কিবোর্ডমাউসপ্রিন্টার ইত্যাদির সাথে যোগাযোগ রক্ষা করার কাজে।
ইনফ্রারেড প্রযুক্তির সুবিধা-
১। দামে সস্তা।
২। বিদ্যুৎ শক্তির প্রয়োজন কম।
৩। স্বল্প দুরুতে (প্রায় ১০ মিটার ) ভালো কাজ করে।
ইনফ্রারেড প্রযুক্তির অসুবিধা-
১। অধিক দূরুতে ডেটা ট্রান্সমিট করতে পারে না।
২। ট্রান্সমিটার  রিসিভারের মধ্যে কোন প্রতিবন্দক থাকলে কাজ করে না।

No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.