তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য কি?

তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য কি?



তার ও ক্যাবলের মধ্যে প্রধান পার্থক্য হলো তার হল শুধুমাত্র একটি কন্ডাক্টর যেখানে ক্যাবল হল দুই বা ততধিক কন্ডাক্টরের একটি গ্রুপ । তার এবং কেবল শব্দ দুটি প্রায় সমার্থক হলেও তারা প্রকৃতপক্ষে দুটি ভিন্ন বস্তু। এদের পৃথক করে বুঝতে হলে এই কথাটি মনে রাখতে হবে যে, ‘ তার হল ক্যাবলের একটি কম্পোনেন্ট মাত্র। এছাড়াও তার এর ব্যবহারিক ক্ষেত্রও অনেক বিশাল। তার হল সাধারণত এলুমিনিয়াম বা কপারের তৈরি করা এক বা একাধিক স্ট্র্যান্ড দ্বারা তৈরি ইলেক্ট্রিকালি কনডাকটিভ মেটারিয়াল।অন্যদিকে, কেবলে দুই বা ততোধিক ইনস্যুলেটেড কনডাক্টর থাকতে পারে যা বেয়ার বা নগ্ন অথবা কভারড থাকতে পারে। তার এবং ক্যাবলকে বোঝার আর একটি সহজ উপায় হচ্ছে , তার সব সময় দৃশ্যমান থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাবল ইনস্যুলেটেড থাকে।

No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.