কিভাবে আর্থিং তার সংযোগ করবো ?
কিভাবে আর্থিং তার সংযোগ করবো ?
আর্থিং: বৈদ্যুতিক যন্ত্রপাতীর সাথে মাটির সম্পর্ক স্থাপন করাকে আর্থিং বলে ।
আর্থিং এর চিত্র
Earth |
আর্থিং এর প্রয়োজনীয়তা :
১. আর্থিং মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে
২. বৈদ্যুুতিক যন্ত্রপাতির লিকেজ কারেন্ট মাটিতে প্রবাহ করে, ফলে যন্ত্রটি দীর্ঘস্থায়ী হয় ।
৩. বৈদ্যুতিক যন্ত্রপাতিকে আগুন লাগানোর হাত থেকে রক্ষা করে ।
No comments
please don't avoid to do the comments.