ট্রান্সফরমার কাকে বলে ?

ট্রান্সফরমার কাকে বলে ? 

ট্রান্সফরমার হল এমন একটি যন্ত্র যা কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধু চৈাম্বকীয় আবেশের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ স্থানান্তর করে । 

ট্রান্সফরমার দুইটি সাইড ঃ
১ । প্রাইমারী ট্রান্সফরমার 
২ । সেকেন্ডারী ট্রান্সফরমার

১ । প্রাইমারী ট্রান্সফরমার ঃ প্রাইমারী সাইডে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় । এই অংশের তার চিকন হয় এবং রেজিষ্ট্যান্স বেশী হয় । 

২ । সেকেন্ডারী ট্রান্সফরমার ঃ ইমারী সাইডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই অংশের তার মোটা হয় এবং রেজিষ্ট্যান্স কম হয় । 

ট্রান্সফরমার দুই প্রকার ঃ 

১। স্টেপ-আপ ট্রান্সফরমার
২। স্টেপ-ডাউন ট্রান্সফরমার

ট্রান্সফরমরের চিত্র ঃ
ট্রান্সফরমার

একটি ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম ঃ 

প্রাইমারী কয়েল ও সেকেন্ডারী কয়েল
ট্রান্সফরমার কয়েল 
ই-কোর ও আই-কোর 
ট্রান্সফরমার কোর 
ট্রান্সফরমার মরামতের নিয়ম ঃ

১। কোর খোলা 
২। ফর্মা ও ববিন থেকে কপার খোলা 
৩ । বার্নিশ করা 

((((ভাল লাগলে অবশ্যয় শেয়ার করবেন । যেন পরবর্তিতে আরো ভাল কিছো লিখতে পারি।)))


মোঃ আব্দুল জব্বার 


No comments

please don't avoid to do the comments.

Powered by Blogger.